কু ঝিক ঝিক ঝিক

কু ঝিক ঝিক ঝিক 
চলছে দেখো খেলনাগাড়ি
এঁকে বেঁকে রাস্তা দিয়ে
মেঘ কুয়াশার ছন্দ বাড়ি

ফুল ফুল গাছ হাসে,গায়
হই অবাক খুশি আমি
স্ফটিক নদী সুর বাঁধছে
ভালোবাসার নাম'ই..

মেঘের জামা পরে মেয়ে
এল আমার কাছে

লেপচা তুমি? পড়াশোনা?

না, আমার পান্তা আছে।

এই শোনো! ও মেয়ে শুনে যাও!
বন্ধু হবে আমার?

দেরি করাস না বাবু…
আমি ওদের অধিকার।

ছুটলাম তার পিছু পিছু
বাড়িয়ে দিলাম হাত,
সে বললে, উৎরাই সামলে!
নইলে কুপোকাত।

ফের বিকেলে এল মেয়ে
মুচকি হাসি মুখে
বললো, জানো এ নদীতে
ব্যথাগুলোও থাকে সুখে।

বলেই আবার ফিরে গেল 
ঝমঝমিয়ে এল বর্ষা!

কেউ আমায় ভালোবাসে না
মা বাবাই শুধু ভরসা😥😥😥

মা ডাকলেন খোকা! নেমে আয়
বাবা বললেন সাবধানে
ঝর্ণা তখন গান ধরেছে
ভালোবাসা এইখানে

ভোরের বেলা সূর্য দেখতে
যেই গিয়েছি আমি
ছুট্টে এল সেই মেয়েটা
চলো বন্ধুতেই থামি। 

কাল সকালে ফিরবে তুমি
আমি পাহাড়ি গাছ
যা রে বন্ধু মনের মত
মানুষ হয়ে বাঁচ!

এই যে দেখ আমার গলায়
ছোট্ট মালা আছে
তোমায় দিলাম রাখো
যদি ভুলে যাও পাছে!

কিন্তু তোমায় খুঁজে পাব 
কী করে? যাও গো বলে!
ও বন্ধু আমিও বড় একলা
যেও না আমায় ছেড়ে!

ঠিক বসন্তে এইখানে
এই ঝর্ণা তলায়
পাহাড় থেকে মেঘ নামবে
আমার মাথা গলায়…

আমার চোখে পাহাড়িয়া গান
এ পাহাড় ভালোবাসে আমায়।

ভাবছো পাহাড় বুঝি খটখটে?
নিজে কেঁদে তবেই আমায় দেয় স্নান।
—---------------
SUJAN MITHI (SUJATA MISHRA)

No comments:

Post a Comment