একলা বোশেখ

একলা বোশেখ একলা তো নয়
সঙ্গে আছে মেঘ রোদ্দুর
ঝঞ্ঝা বিকেল, আমের মুকুল
ধুলো ওড়ানো অলস পথ
পাখির ঠোঁটে ঝুলছে খড়

একলা বোশেখ একলা তো নয়
সঙ্গে আছে মেঘ রোদ্দুর।

ওই যে লোক ক্ষেতের মধ্যে
ঘাম আদরে ভেজায় মাটি
ওই যে বৃক্ষ ঝিমিয়ে নিচ্ছে 
ওই যে কাক, কোকিল ডিমে
দিচ্ছে তা…

একলা বোশেখ একলা তো নয়
সঙ্গে আছে মেঘ রোদ্দুর।

শোঁ শোঁ করে ওঠে ঝড়
শিকড় ছাড়ে গাছ
ছিটকে পড়ে লতা
মাটির বুকে আছাড় খায়
ঘর ভাঙা সে কৃষক…
সবুজ শাড়ি চাষীর স্ত্রী 
হাত রাখে হাতে
শক্ত কাঁধের কান্নায়।
…এ যে কালবৈশাখী
থিতিয়ে গেলে আবার আমরা মাটি মাখব,
ঘর বাঁধবো…

একলা বোশেখ একলা কোথায় থাকে ?
মেঘের কোলে সোনা রোদ্দুর ভালোবাসা আঁকে।

একলা বোশেখ একলা কোথায় থাকে?
ক্লান্ত পথিক বটের ছায়ায় জীবন ছবি আঁকে।

একলা বোশেখ একলা কোথায় থাকে?
দুঃখ রাতের হৃদয়গুলো রবি ঠাকুর আঁকে।
—---------––
SUJAN MITHI (SUJATA MISHRA)

No comments:

Post a Comment