শুরুর আগে সুর

অমিত একদিন মাটি খুঁড়ে আবিষ্কার করে ফেলল প্রাক-ইতিহাস। বিশাল এক গুহা।

কিন্তু গুহার ভিতরে কোথাও অন্ধকার নেই! মাটি সরিয়ে গুহার দ্বারে অমিত হাত বাড়াল। চিৎকার করে বলল, উঠে এস লাবণ্য! 


ধূপের গন্ধ, প্রদীপের শিখা একত্রিত হয়ে উত্তর ভেসে এল...পুজো করছি তো! 

বিস্মিত অমিত আরও খুঁড়ল, খুঁড়তে খুঁড়তে একেবারে গুহার দ্বারে পৌঁছে গেল। কপালের ভাঁজে প্রশ্ন, এই আদিমতায় যেখানে আগুনের জন্মই হয়নি, সেখানে রবীন্দ্রনাথ পুজো করছ তুমি, লাবণ্য? 


লাবণ্য মুচকি হাসল। সুর ভিজিয়ে কন্ঠে রাখল তার। তারপর চোখ বুজল। দু এক পশলা মাটির বৃষ্টি নেমে এল তার মাথায়। ধীরে ধীরে গান সরিয়ে উত্তর দিল, যাঁর জন্মের এত বছর পরেও

এমন করে জন্মদিন পালন করা হয়…

তাঁকে তাঁর জন্মের আগে আরাধনা করতে হবে না? সৃষ্টির সূচনা থেকেই আমি রবীন্দ্রনাথের বীজ পুঁতে দিলাম মাটিতে। পৃথিবীর আয়ু যত বাড়বে…

রবীন্দ্রনাথও বেড়ে যাবে। 


পুজো শেষ করে লাবণ্য অমিতের হাত ধরে উঠে এল শেষের কবিতায়।

---------------

Sujata Mishra

No comments:

Post a Comment